Thursday, December 9, 2010

মানুষ প্রতিনিয়ত বাস করে অনুভব-অনুভূতির ভেতর, শুধু মনের প্রশ্নরা ঘুরে বেড়ায় সময়ের রূপ-রেখায়; তাকে সমীক্ষা করলেই তো হয়! কেন মানুষ প্রতিনিয়ত বাস করে ধ্বংসের ভেতর? মানুষ কেন প্রতিনিয়ত ধ্বংস হয়, এই যে নির্মাণ ঠেলে আমরা হাঁটছি নতুন পথে, নতুনের সন্ধানে। নতুন আহরণ যে আনন্দ থাকে, পুরাতন বর্জনেও আনন্দ থাকে সমপরিমান।হয় শুধু সময়ের ফারাক।পৃথিবীর সকল শুন্যতা মানুষেরই তৈরি, আবার মানুষেই খুঁজে নেয় নিজের সৌরভ চিনে নেয় নিজের ব্যবাধান। মানুষকে ডিঙিয়ে পাড় হচ্ছে সময়, কিন্তু মানুষ সময় ডিঙিয়ে যেতে পারে না। এই ধরিত্রী, এই প্রকৃতি মানুষের পূর্ণতায় বেঁচে আছে, বেঁচে থাকবে আর রচনা হবে অজস্র গান,নাটক,সিনেমা। আমাদের গৌরব আমরা স্বাধীন। মুক্তিযুদ্ধ আমার অদেখা রূপকথা গল্পশোনা, বিজয় আমার কবিতা।

No comments:

Post a Comment