Thursday, December 9, 2010

গানটির মূল গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। গানের কথাটা নিচে দিয়ে দিলাম। গানটা আসলেই অনেক উদাস করে দেয়ার মতন। তবে আগ্রহ করে উদাস হতে চাওয়া খুব খারাপ, তাতে হৃদয়ে শান্তি হবার চাইতে অশান্তি হয় বেশি। দুর্বলচিত্তের মানুষেরা উদাস হয়ে অনেক বেফাঁস কাজ করে বসেন। সুতরাং, একটু সাবধান থাকা উচিত এই ব্যাপারে আরকি! :P
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।।
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা-যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন।।
শুধু ঝড়ে ঝড়ো ঝড়ো
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে
কী যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন।।
[হেমন্তের গলায় গানটা]

No comments:

Post a Comment